চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অজি এই ক্রিকেটার প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৫০টি অর্ধশতক করেছেন। এছাড়া রান এবং ছক্কা হাঁকানোর দিক থেকেও রেকর্ড গড়েছেন তিনি।
আপাতত ওয়ার্নারের ৫০টি হাফসেঞ্চুরির ধারেকাছেও কেউ নেই। ওয়ার্নারের পরই দ্বিতীয় স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। তার নামের পাশে হাফসেঞ্চুরির সংখ্যা ৪৩টি। আর তৃতীয় অবস্থানে আছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তার হাফসেঞ্চুরি আছে ৪০টি।
বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে ১৬ ওভারের মাথায় এই রেকর্ড স্পর্শ করেন তিনি।
রেকর্ড গড়েছেন আরও একটি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের গন্ডি পেরোলেন তিনি। এর পাশাপাশি চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে আইপিএলের ৮ম ক্রিকেটার এবং ৪র্থ বিদেশি হিসেবে ২০০টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ