আলোক স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা পুরোটা না হলেও প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে ফেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার ৬ উইকেটে ৪৬৯ রানে দিন শেষ করেছে তারা।
পাল্লেকেলে স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় পৌনে ১০টায় খেলা শুরু হবে। দিন শুরু করবেন রমেশ মেন্ডিস (২২*) এবং নিরোশান ডিকভেলা (৬৪)।
শুক্রবার প্রথম সেশনে জোড়া সাফল্যের পর দ্বিতীয় সেশনে আরও একটি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। পাথুম নিশানকাকে (৩০) বোল্ড করেন টাইগার পেসার। দ্বিতীয় দিনে তাসকিন একাই নিয়েছেন ৩ উইকেট।
দীর্ঘ অপেক্ষার প্রথম সেশনের শেষ দিকে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথমে সাজঘরে পাঠান ১৪০ রান করা লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নেকে। ভাঙেন ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।
অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫) বেশিক্ষণ টিকতে দেননি। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কিছুক্ষণ পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেশনের শুরুতেই নিজের তৃতীয় সাফল্যের দেখা পান তাসকিন। সেঞ্চুরির কাছে চলে যাওয়া ওসাধা ফার্নান্দোকে (৮১) সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ।
এর আগে লঙ্কানদের ২০৯ রানের মাথায় ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। ১১৮ রান করা লঙ্কান অধিনায়ক উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। আরেক সেঞ্চুরিয়ান থিরিমান্নেও উইকেটের পেছনে ক্যাচ দেন।
বিডি প্রতিদিন/আরাফাত