পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একাই লড়ছেন তামিম ইকবাল। ২৫ রান করে সাইফ হাসান বিদায় নেওয়ার পর ব্যাটিংয়ে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। চার বল খেলে ০ রানেই বিদায় নিয়েছেন তিনি। ৭০ রানে অপরাজিত আছেন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৯৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এর আগে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। ১৫৯.২ ওভারে তাসকিন আহমেদ রমেশ মেন্ডিসকে তুলে নেওয়ার পর প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। আজ শনিবার সকালে মাত্র ৩.৩ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/ফারজানা