শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুতেই চমক দেখিয়েছেন তাইজুল ইসলাম। সপ্তম ওভারেই টাইগার শিবিরে স্বস্তি এনে দিলেন তিনি। তাইজুলের ফ্লাইট ডেলিভারিতে পরাস্ত হয়ে শর্ট লেগে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিতে বাধ্য হন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথুজ। রাব্বী পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠে নামেন। ম্যাথুজের ব্যাট থেকে আসে ১২ রান।
শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ছিল ব্যাটসম্যানদের। যাতে ফায়দা নিয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন ঠিক উল্টো। ১৩ উইকেট পড়েছে এই দিনে, যাতে স্পিনারদের পকেটে গেছে ১০ উইকেট। দিন শেষে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা।
২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে বাংলাদেশ আঘাত করেছে ১৫ রানের মধ্যে ২ উইকেট নিয়ে। ২৫৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন মাঠে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারদের লক্ষ্য লঙ্কানদের কম রানে আটকে দেওয়া, দ্রুত অলআউট করা; যাতে লিডের বোঝা না বড় হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ