শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট হারালেও ফের গুছিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা মিলে জুটি গড়েছিলেন ৭৩ রানের। অবশেষে এই জুটি ভাঙেন পার্ট-টাইম বোলার সাইফ হাসান। এরপর ফিফটির দিকে ছুটতে থাকা ধনঞ্জয়াকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। তার পর লঙ্কান শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম।
সাইফের বলে এগিয়ে এসে ফ্লিক করেছিলেন করুণারত্নে। কিন্তু বল শর্ট লেগে থাকা ইয়াসিরের থাইয়ে লাগে। তবে বল মাটিতে পড়তে দেননি বদলি ফিল্ডার হিসেবে নামা ইয়াসির। করুণারত্নের ব্যাট থেকে আসে ৭৮ বলে ৬৬ রান। দুই ওভার পর মিরাজের বল ধনঞ্জয়ার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের থাইয়ে আঘাত করে শূন্যে ভাসলে সহজ ক্যাচ লুফে নেন স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত। ধনঞ্জয়া বিদায় নেন ৫২ বলে ৪১ রান করে। এরপর দলীয় ১৬২ রানে পাথুম নিসানকাকে বিদায় করেন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭০ রান। স্বাগতিকদের লিড ৪১২ রানের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ