৩ মে, ২০২১ ০৫:১৬

মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় পেল বার্সা

অনলাইন ডেস্ক

মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় পেল বার্সা

স্প্যানিশ লা লিগে আর্জেন্টাইন সুপার লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে ২-৩ গোলে পরাজিত করে শিরোপার দৌড়ে টিকে রইলো বার্সা।

রবিবার রাতে প্রতিপক্ষে মাঠের মেস্তায়া স্টেডিয়ামে জয়ে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। 

উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ‘ওয়ান-অন-ওয়ানে’ গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন গনসালো গেদেস। কর্নারের বিনিময়ে ঠেকান টের স্টেগেন। ওই কর্নার থেকেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। সলেরের দূরের পোস্টে নেওয়া কর্নারে পেছন থেকে বিনা বাধায় ছুটে গিয়ে হেডে বল ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা।

তবে সাত মিনিট পর এক ঘটনাবহুল গোলে সমতা টানেন মেসি। ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার তনি লাতো ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বার্সেলোনা অধিনায়কের দুর্বল স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন ইয়াসপের সিলেসেন। আলগা বল পেয়ে পেদ্রির নেওয়া শট গোললাইনে প্রতিহত হয়। এরপরও বল ক্লিয়ার হয়নি, ফাঁকায় বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন মেসি।

৬৩তম মিনিটে এগিয়ে যায় তিন দিন আগে গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে হারা বার্সেলোনা। জর্দি আলবার ক্রসে ডি ইয়ংয়ের হেড রুখে দিয়েছিলেন সিলেসেন; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি সাবেক বার্সেলোনা গোলরক্ষক। ছুটে গিয়ে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

৬৯তম মিনিটে দেখা মেলে মেসির আরেকটি দর্শনীয় গোলের। প্রায় ২০ গজ দূর থেকে তার বাঁকানো শটে বল কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এরপর অনেকটা সময় একটানা চাপ ধরে রাখে বার্সেলোনা। এর মাঝে আচমকা ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। ৮৩তম মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে হঠাৎ বুলেট গতির শটে গোলটি করেন সলের। বাকি সময়ে ভ্যালেন্সিয়া গোলের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোন।

লিগে ৩৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৭৬। রিয়ালের সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর