লিওনেল মেসিরা যা পারেননি সেটাই করে দেখিয়েছে বার্সেলোনার নারী ফুটবল দল।
চেলসিকে ফাইনালে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এবারের উইমেন্স চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে তারা। মেয়েদের ফুটবলে এই প্রথম ইউরোপ সেরা হল বার্সেলোনা।
নারীদের চ্যাম্পিয়নস লিগে এতদিন এক তরফা আধিপত্য ছিল ফরাসি ক্লাব লিওর। সর্বশেষ পাচ মৌসুমে টানা শিরোপা জেতাসহ সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন তারা।
বার্সেলোনা এর আগে ২০১৯ সালে ফাইনাল খেলে হেরে যায় লিওর কাছে। সুইডেনের গোটেনবার্গে চেলসির বিপক্ষে অবশ্য শুরু থেকেই দাপুটে খেলেছেন বার্সেলোনার মেয়েরা। প্রথম মিনিটেই আত্মঘাতী গোল খেয়ে চেলসি পিছিয়ে পড়ে।
এরপর বিরতির আগে ১৪, ২১ ও ৩৬ মিনিটে চেলসির জালে আরও তিন গোল দেয় বার্সেলোনা। ম্যাচ শেষ হয়ে গিয়েছিল সেখানেই। বাকি সময়টা শুধু আনুষ্ঠানিকতা রক্ষাতেই খেলা হয়েছে যেন।
বিডি প্রতিদিন/কালাম