ভারতীয় ক্রিকেট বোর্ডের আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহলি। করোনায় আক্রান্ত শ্রাবন্তী নায়ডুর মায়ের চিকিৎসার জন্য ৬.৬৭ লাখ টাকা দিলেন তিনি। এই কথা জানিয়েছেন দক্ষিণাঞ্চলের নারী ক্রিকেটের সাবেক আহ্বায়ক বিদ্যা যাদব।
একদিন আগেই ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা একটি টুইট করে শ্রাবন্তীকে সাহায্য করার কথা জানিয়েছিলেন। তারপর কোহলির কাছে সাহায্যের আবেদন করেন বিদ্যা, যিনি আবার বোর্ডের সাবেক সভাপতি এন শিবলাল যাদবের বোন। বিদ্যার ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেন কোহলি। ইতিমধ্যেই চিকিৎসার পেছনে শ্রাবন্তীর ১৬ লাখ টাকা খরচ হয়ে গেছে।
বিদ্যা বলেছেন, বিরাটের মানবিকতা দেখে আমরা মুগ্ধ। বিরাট মাপের ক্রিকেটারের পাশাপাশি মনের দিক থেকে অত্যন্ত বড়মাপের মানুষ ও। আমি ফিল্ডিং কোচ আর শ্রীধরের কাছেও কৃতজ্ঞ, যিনি এই বিষয়টি কোহলিকে জানিয়েছিলেন।
শ্রাবন্তী এবং তার পরিবারকে সুস্থ করে তুলতে চেষ্টার অন্ত রাখছেন না বিদ্যা। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই ৩ লাখ টাকা সাহায্য করেছে। আরও ২ লাখ টাকা সাহায্য করা হবে।
বিডি প্রতিদিন/এমআই