২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু' প্লেসিসকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। দশ বছর পর নিজেই একথা প্রকাশ্যে আনলেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডু' প্লেসিস বলেছেন, শুধু আমি নই, আমার স্ত্রীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া হত এই হুমকি। এমনকি খুব খারাপ ভাষায় কথা বলা হত। এমন সব নোংরা ভাষা, যা উচ্চারণ করতেও ঘৃণা করে। এমন হতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবা যায় না।
এরপরই তার সংযোজন, এই সকল কারণেই নিজেদের পরিধি আমরা ছোট করে ফেলেছিলাম। সুরক্ষিত পরিবেশের মধ্যে নিজেদের রাখার চেষ্টা করতাম। এই সকল ঘটনা নিজেদের অন্তর্মুখী করে দেয়।’
২০১১ বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২১ রান তুলেছিল। জবাবে ১৭২ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৬ রান করে রান আউট হন ফাফ ডু' প্লেসিস। তবে ডু' প্লেসিস তখন অনেকটাই তরুণ। সেই সময় মাত্র দশটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ