এখন আনন্দে-মাস্তিতে দিন কাটছে ক্যারিয়াবীয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলের। আইপিএল স্থগিতের খবরে ‘ইউনিভার্সাল বস’ খ্যাত গেইল চলে যান মালদ্বীপে। সেখানে গিয়েই আনন্দে মেতেছেন প্রায় ৪২ বছর বয়সী গেইল।
সমুদ্রের তলায় খেলছেন রঙিন মাছের সঙ্গে। সঙ্গে পুশ-আপ দিতেও ভুলে যাননি সমুদ্র তলায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে খাচ্ছেন বিশাল আকারের পিজা। হাতে পানীয়। তার এমন সব অদ্ভুত কর্মকাণ্ডে ভরে গেছে তার ফেসবুক, ইন্সটাগ্রামের পেজ।
স্থগিত হওয়া আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ৮ ম্যাচে গেইল করেন ১৭৮ রান। ছিল ৮টি ছয়, যা অবশ্য তার সঙ্গে বেমানান। তবে বড় খবর, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজ দলেও ফেরানো হয়েছে তাকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ