ভারত আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে সীমিত ওভারের ছয় ম্যাচের দু'টি সিরিজ খেলবে। এই দলটির প্রধান কোচ হবেন সাবেক অধিনায়ক ও বর্তমান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান রাহুল দ্রাবিড়।
তাই বলে রবি শাস্ত্রীর চাকরি যে চলে যাচ্ছে তা নয়। একই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডে থাকবে ভারত। রবি ওই দলের সঙ্গে থাকায় তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে যাবেন দ্রাবিড়।
স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল নিয়ে যেতে হচ্ছে ভারতকে, যেই দলের খেলোয়াড়দের সঙ্গে ভালো জানাশোনা অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের সঙ্গে কাজ করা দ্রাবিড়ের। বোলিং কোচ ভারত অরুণ ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও ইংল্যান্ড সফরে থাকায় সাবেক অধিনায়কের সঙ্গে বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কায় যাওয়ার দৌড়ে এগিয়ে পারাস মামব্রে।
বিসিসিআইর এক কর্মকর্তা বলেছেন, ‘টিম ইন্ডিয়ার কোচিং স্টাফরা থাকবেন ভারতে এবং দ্রাবিড়ের অধীনে তরুণ দলকে পাঠানোই হবে সেরা সিদ্ধান্ত, কারণ ‘এ’ দলের প্রায় সবার সঙ্গে কাজ করেছেন তিনি। তার সঙ্গে সম্পর্ক বাড়তি সুবিধা দেবে দলকে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ