মাঝ আকাশে জ্বালানি সংকটের আশঙ্কায় মেরি কমসহ এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া ভারতীয় বক্সিং দলের ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, এয়ার বাবলের চুক্তিতে থাকা স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমানটি মেরি কম-সহ ৩১ ভারতীয় বক্সারকে নিয়ে শুক্রবার দিবাগত রাতে দিল্লি ছাড়ে।
তবে দুবাইয়ে অবতরণের সময় বিপত্তি দেখা দেয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, আমিরশাহীর কোনও বিমানবন্দরে অবতরণের অনুমতি নেই বিমানটির। বাধ্য হয়েই মেরি কমদের নিয়ে দুবাইয়ের আকাশসীমায় চক্কর কাটতে হয় বিমানটিকে। প্রয়োজনীয় অনুমতি মেলার পরেই অবতরণ করা যাবে এমন শর্ত থাকলেও আধ ঘণ্টার বেশি চক্কর কাটার পর পাইলটকে ফুয়েল এমার্জেন্সি ঘোষণা করতে হয়। বিমানে জ্বালানি কমে যাওয়ায় বাধ্য হয়েই সেটিকে দুবাইয়ে অবতরণের অনুমতি দিতে হয়।
অবতরণের পর অবশ্য ভারতীয় বক্সিং দলকে বিশেষ বিপত্তির মুখে পড়তে হয়নি। কেননা, বিমান ও যাত্রীদের কাছে প্রয়োজনীয় সবরকম কাগজপত্রই ছিল। আসলে অনুমতি নিয়ে যথাসময়ে তথ্য আদান-প্রদান না হওয়ায় এমন অপত্কালীন পরিস্থিতির মুখে পড়তে হয় ভারতীয় বক্সারদের।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক