সার্জিও আগুয়েরোর বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, আগুয়েরোর শূন্যতা কখনো পূরণ করতে পারবে না সিটি।
দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যাচ্ছেন আগুয়েরো। ১০ বছর তিনি খেলেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। রবিবার সিটির হয়ে শেষ ম্যাচ খেলেন আর্জেন্টাইন কিংবদন্তী আগুয়েরো। ম্যাচে তার দল জয় পেয়েছে ৫-০ গোলে ; এর মধ্যে ২টি গোলই করেছেন আগুয়েরো।
জানা গেছে, হ্যারি কেইনকে দলে ভেড়ানোর চেষ্টা করছে ম্যানচেস্টার সিটি। তবে পেপ গার্দিওলা বলেছেন, 'আমরা আগুয়েরোকে অনেক ভালোবাসি। সে আমাদের সবার কাছেই বিশেষ একজন। আগুয়েরো মানুষ হিসেবে খুবই ভালো। আমাকে অনেক সাহায্য করেছে সে। সিটি কখনোই তার শূন্যতা পূরণ করতে পারবে না। কখনো না।' এসময় বার বার চোখের পানি মুছছিলেন পেপ গার্দিওলা।
শেষ ম্যাচে আগুয়েরোকে গার্ড অব অনার দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে ৩২ বছর বয়সী আগুয়েরো বলেছেন, খুবই অদ্ভুত লাগছে। তবে আনন্দের মুহূর্তগুলোই মনে রেখে দিতে চাই। এক দশক একটা ক্লাবে কাটানো সহজ নয়। এটা আমার জন্য অনেক বড় সম্মান।
সূত্র : দ্য সান ইউকে
বিডি প্রতিদিন/ফারজানা