১৫ জুন, ২০২১ ১৯:৫০

হাসপাতালের বেড থেকেই ছবি শেয়ার করে সতীর্থদের বার্তা এরিকসেনের

অনলাইন ডেস্ক

হাসপাতালের বেড থেকেই ছবি শেয়ার করে সতীর্থদের বার্তা এরিকসেনের

ক্রিশ্চিয়ান এরিকসেন। ফাইল ছবি

ভালো আছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। হাসপাতালের বিছানায় শুয়েই জানালেন স্বস্তির খবর। বললেন, এবার তিনি ডেনমার্কের জন্য গলা ফাটাবেন। সেই সঙ্গে তার সতীর্থদের উদ্বুদ্ধ করলেন। দিলেন বার্তা।

গত শনিবার ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আচমকাই মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের এরিকসেন। হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ শুশ্রূষার পর এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক মুহূর্তের জন্য গোটা বিশ্বের ফুটবল মহল স্তব্ধ হয়ে যায়। এক অজানা আশঙ্কা গ্রাস করেছিল আপামর ফুটবলপ্রেমীদের। তবে, চিকিৎসকদের তৎপরতা এবং সতীর্থদের উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বেঁচে যান ড্যানিশ তারকা। এখন তিনি অনেকটাই সুস্থ।

হাসপাতাল থেকে তার বার্তা, ‘আই অ্যাম ফাইন। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।’

নিজের বার্তায় ড্যানিশ মিডিও বলেন, ‘সারা বিশ্বের সকলে যেভাবে প্রার্থনা করেছে সেজন্য সকলকে ধন্যবাদ। সকলের এমন সাড়া আমার জন্য বিরাট পাওয়া। বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। তবে আমাকে আরও কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ডেনমার্কের আগামী ম্যাচগুলোতে আমি ছেলেদের জন্য গলা ফাটাব। বলব, তোমরা ডেনমার্কের জন্য খেলো।’  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর