১৭ জুন, ২০২১ ২২:০৬

উইম্বলডন ও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাদাল

অনলাইন ডেস্ক

উইম্বলডন ও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাদাল

এ মাসেই শুরু হতে যাওয়া উইম্বলডন এবং জুলাইয়ের টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিলেন রাফায়েল নাদাল।

র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর এই তারকা গত সপ্তাহে নম্বর ওয়ান তারকা নোভাক জকোভিচের কাছে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে হারেন। এরপরই উইম্বলডন ও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

এমনিতে গত কয়েক বছর চোট আঘাতে জর্জরিত ছিলেন নাদাল। হাঁটু, কোমরের চোট বারবার কোর্টের বাইরে ঠেলে দিয়েছে তাকে। ফরাসি ওপেনে অবশ্য পুরো ফিট ছিলেন তিনি। চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো ছন্দে ছিলেন।

২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডন শিরোপা জেতেন। নিজেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কখনোই সহজ ছিল না। কিন্তু শরীরের কথা শোনার পর, আমার টিমের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। খুব ভালো করেই বুঝতে পারছি, এটাই সঠিক সিদ্ধান্ত।’

৩৫ বছর বয়সী স্প্যানিশ তারকা আরো বলেন, ‘নিজের ক্যারিয়ারকে আরো দীর্ঘ করতে চাইছি। আর সেটা হলে আমার থেকে খুশি আর কেউ হবে না।’

উইম্বলডন শুরু হবে ২৮ জুন থেকে। অন্যদিকে ২৪ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর