শিরোনাম
৪ আগস্ট, ২০২১ ১১:০৩

দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক

দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহ

স্পিনারদের দাপটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে ২৩ রানের দুরন্ত জয় পেল বাংলাদেশ। কম পুঁজি নিয়েও হার না মানা মানসিকতায় আক্রমণাত্বক ভঙ্গিতে ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত পরিকল্পনামাফিক বোলিং-ফিল্ডিং করে টাইগাররা পেয়েছেন এই সাফল্য। ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ক্যাঙ্গারুবধে দ্বিতীয় ম্যাচেও একই কৌশল নিয়ে মাঠ নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। আগের ম্যাচের ভুলগুলো শুধরে পজিটিভ ও আক্রমণাত্বক ক্রিকেট খেলে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের আশায় স্বাগতিক দল।

অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘ছোট পুঁজি ডিফেন্ড করতে গেলে আপনাকে আক্রমণাত্মক মানসিকতা রাখতে হবে। তারা (অস্ট্রেলিয়া) বেশ ভালো প্রতিপক্ষ এবং আগামী ম্যাচে আমাদের আজকের ভুলগুলো শুধরাতে হবে। বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই জেতার তাড়না থাকতে হবে।’

ফিল্ডিংয়ের সময় ১০ রান কম হওয়ার কথা উল্লেখ করে মাহমুদুল্লাহ সতর্ক করে দিয়েছেন সতীর্থদের। তিনি বলেন, ‘ইনিংসের মাঝপথে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, যে আমরা ১০ রান কম তুলেছি স্কোররবোর্ডে সুতরাং আমাদের ফিল্ডিংটা ভালো হতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা দেখাতে হবে।’

এবার মাহমুদুল্লাহর চোখ দ্বিতীয় টি-টোয়েন্টিতে। গতকাল ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘আমরা এখনই সবকিছু শেষ করেছি এমন নয়, এটা মাত্র একটা ম্যাচ ছিল, আমরা জিতেছি আর এটা এখানেই শেষ। এবার দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর