৫ আগস্ট, ২০২১ ২২:১১

টেস্টে পাঁচ বার ‘গোল্ডেন ডাক’ এর লজ্জায় কোহলি

অনলাইন ডেস্ক

টেস্টে পাঁচ বার ‘গোল্ডেন ডাক’ এর লজ্জায় কোহলি

প্রথম বলেই আউট। এমন ঘটনা টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির সঙ্গে বৃহস্পতিবারই প্রথম ঘটল না। এর আগেও এমন ঘটনা বেশ কয়েক বার ঘটেছে ভারত অধিনায়কের সঙ্গে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে মোট পাঁচ বার কোহলি প্রথম বলেই আউট হয়েছেন।

ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে চেতেশ্বর পূজারা সাজঘরে ফিরে গেলে, ক্রিজে নামেন বিরাট কোহলি। প্রথম বলেই খোঁচা মেরে বাটলারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়কও। কোহলির এ রকম দায়িত্বজ্ঞানহীন ব্যাট করা নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে।

এর আগে কোহলি ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বেন হিলফেনহাসের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ২০১৪ সালে আবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লিয়াম প্লাঙ্কেটের প্রথম বলে আউট হন। ২০১৮ সালে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ওভাল টেস্ট ম্যাচে স্টুয়ার্ড ব্রডের প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। 

২০১৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে কিমার রোচের প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। আর এবার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

পরিসংখ্যান অনুযায়ী বলা যেতে পারে, ইংল্যান্ডের বিরুদ্ধেই সবচেয়ে খারাপ নজির রয়েছে বিরাটের। ব্রিটিশদের বিরুদ্ধে মোট তিন বার গোল্ডেন ডাক করেছেন তিনি। বিশেষত ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বারবার হোঁচট খেতে হয়েছে ভারত অধিনায়ককে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর