জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দুই ম্যাচ হাতে রেখেই শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি। বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে দায়িত্বশীল ব্যাটিং, ফিল্ডিং ও বোলিং করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। এ বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।
বিরোধীদলীয় নেত্রী আশা প্রকাশ করেন, নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত