বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ৬০ রানের জয়ে ১-৪ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের দল।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩.৪ ওভার মোকাবেলা করে ৬২ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
এর আগে, চতুর্থ টি-টোয়েন্টিতে ড্যান ক্রিস্টিয়ান এক ওভারে ৫ ছক্কা মেরে মনোবল ভেঙে দেন সাকিব আল হাসানের। আসলেই কি তাই! বরং অজি ব্যাটসম্যানের ওই ঝড় আরও শক্তিশালী করে তুলেছে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচে প্রতিপক্ষকে ধসিয়ে দিলেন।
২৪ রানের মধ্যে শেষ আট উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬২ রানে তাদের গুটিয়ে দিতে সাকিব ৩.৪ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। পাঁচ ম্যাচের সিরিজে এটাই সেরা বোলিং ফিগার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ