ক্রিস্টিয়ান রোমেরো। যিনি লিওনেল মেসির স্বপ্নপূরণ আর আর্জেন্টিনার শিরোপা খরা কাটাতে কোপা আমেরিকায় সর্বস্ব নিংড়ে খেলে নজর কেড়েছেন। পরে অনেক ক্লাবই তাকে পেতে মরিয়া হয়ে ওঠে। সেই তালিকায় জাতীয় দল অধিনায়ক যোগ করেছিলেন বার্সেলোনার নামও, জানিয়েছেন আলবিসেলেস্তে সেন্ট্রাল ডিফেন্ডার।
‘মেসি আমাকে তার দলে চেয়েছিল, চেয়েছিল আমি বার্সেলোনায় আসি, যেটা সত্যিই অসাধারণ একটা ব্যাপার।’
গত মৌসুমে সিরি আতে আটালান্টার হয়ে আলো ছড়িয়েছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে নাম লিখিয়েছেন ২৩ বর্ষী রোমেরো। তাকে পেতে ৫৫ মিলিয়ন ইউরো ঢেলেছে স্পাররা।
এদিকে মেসিও এখন আর বার্সায় নেই। ন্যু ক্যাম্পের দলটি নতুন চুক্তি না করতে পারায় নাম লিখিয়েছেন ফরাসি লিগ ওয়ানের দল পিএসজিতে। মেসিকে যেভাবে বার্সা ছাড়তে হয়েছে তা অন্য সবার মতো আহত করেছে রোমেরোকেও। নতুন ক্লাবে জাতীয় দল সতীর্থের সাফল্য দেখায় অপেক্ষায় তিনি।
‘পিএসজি এক কথায় অসাধারণ এক দল গড়েছে। আমি খানিকটা কষ্ট পেয়েছি, যেভাবে মেসিকে বার্সা ছাড়তে হয়েছে। ভেবেছিলাম সে ওখানে আজীবন থাকবে।’
‘আমি তার সাফল্য কামনা করি। সে অসাধারণ একজন মানুষ। আশা করি পিএসজিতে অন্য আর্জেন্টাইনদের সাথে মিলে সে সবকিছুই জিতবে।’
‘আমি মেসির প্রতি কৃতজ্ঞ, তার সাথে যা কিছু আলোচনা করেছি, এবং আর্জেন্টিনার অন্য সতীর্থদের সাথে, প্রথমদিন থেকেই তারা আমাকে এমনভাবে আপন করে নিয়েছেন যেন, জাতীয় দলের ড্রেসিংরুমে আমি অনেক বছর ধরেই আছি।’
বিডি প্রতিদিন/আরাফাত