রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীবেষ্টিত থানাটারি, নোহালী ও মহিপুর এলাকার ২০ নারী বসুন্ধরা শুভসংঘের সৌজন্যে সেলাই মেশিন পেয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
থানাটারির রুমা খাতুন, স্বামী আটো রিকশা চালক মহসিন মিয়া। এক ছেলে ও এক মেয়ের পড়ালেখার খরচ সামলাতে কষ্ট হতো তাদের। রুমা খাতুন বলেন, “এই মেশিন দিয়ে আমি বাচ্চাদের পোশাক তৈরি করে দোকানে বিক্রি করব। একদিন একাধিক মেশিনের মালিক হয়ে উদ্যোক্তা হব।”
নোহালীর সেলিমা জামান, যার স্বামী আলিমুজ্জামান ছোটখাট ব্যবসা করেন, তিনিও সেলাই মেশিন পেয়ে খুশি। সংসারে টানাপোড়েন থাকলেও এই মেশিন তাকে স্বাবলম্বি হওয়ার পথে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। মহিপুরের মর্জিনা বেগম জানান, সেলাই মেশিন দিয়ে সংসারের অভাব ঘোচানোই তার লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাদুদুল হাসান মৃধা নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তিনি বলেন, “তিস্তা নদীবেষ্টিত এই উপজেলার অনেক পরিবার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে অস্বচ্ছল জীবনযাপন করছে। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখানকার মানুষ পরিশ্রমী ও ঐক্যবদ্ধ। তাদের জীবনমান উন্নয়নে আরও কাজ করতে হবে।”
বসুন্ধরা শুভসংঘ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় নারীদের বাছাই করে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান-এর নির্দেশনায় এটি একটি চলমান কর্মসূচি, যা সারাদেশে কার্যকর থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি ইউনুস আলী, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি সাজু মিয়া লাল, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, রিপোর্টার ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু, নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রিফাত চৌধুরী, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়ার সভাপতি রায়হান কবির।
বিডি প্রতিদিন/আশিক