মূল অলিম্পিক শেষে এবার পর্দা উঠছে প্যারা অলিম্পিকের। আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) জাপানের টোকিওতে উদ্বোধন হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর পর্দা নামবে এই আয়োজনের।
এদিকে কোভিড-১৯ সংক্রমণের কথা চিন্তা করে তাই প্যারা অলিম্পিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দর্শকশূন্য স্টেডিয়ামে গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এছাড়া ভিলেজ থেকে শুরু করে ভেন্যুতে থাকছে কড়া বিধিনিষেধ। এতে অংশ নিচ্ছে ১৬৩টি দেশ। ২২টি স্পোর্টসের ৫৪০টি ইভেন্টে অংশগ্রহণ করবেন ৪ হাজার ৫৩৭ জন ক্রীড়াবিদ।
এবারের আসরে থেকে বাদ দেওয়া হয়েছে সেইলিং এবং সেভেন সাইড ফুটবল। এ দুটো ডিসিপ্লিনের জায়গায় যুক্ত হয়েছে তায়কোয়ান্দো এবং ব্যাডমিন্টন।
বিডি প্রতিদিন/হিমেল