প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পাওয়া অ্যান্ডি রবার্টসন লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন। ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত অ্যানফিল্ডে থাকছেন তিনি।
চুক্তি নবায়নের প্রতিক্রিয়ায় রবার্টসন বলেন, ‘আমি এই ক্লাবে যত বেশি দিন পারা যায়, আমি থাকতে চাই। আমার ও আমার পরিবারের জন্য এখানে সবসময় সুখের সময় কাটে। এখানে আমরা থিতু হয়েছি। এই ফুটবল ক্লাবের সবকিছু আমরা ভালোবাসি এবং আমি আনন্দিত যে এই যাত্রা অব্যাহত থাকবে।’
২৭ বছর বয়সী এই লেফটব্যাক অল রেডদের জার্সিতে খেলেছেন ১৭৭ ম্যাচ। আগের চুক্তির মেয়াদ শেষ হতো আরও তিন বছর পর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ