শাহীন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের দেওয়া ৩২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ২১৯ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া শাহীন আফ্রিদি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া নোমান আলী ৩ ও হাসান আলী ২ উইকেট লাভ করেছেন।
পাকিস্তান প্রথম ইনিংসে ৩০২ রান করে। এরপর ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান তোলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়দের ৩২৯ রানের টার্গেট দিয়েছিল বাবর আজমবাহিনী। এই ম্যাচে পাকিস্তান জেতায় দুই ম্যাচের সিরিজটি ১-১ এ ড্র হয়েছে।
এই সিরিজে দুর্দন্ত বোলিং করেছেনপাক পেসার শাহীন আফ্রিদি, শিকার করেছেন মোট ১৮টি উইকেট। এজন্য ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হয়েছেন এই তরুণ পেসার।
সূত্র: ক্রিকবাজ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ