অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌসকে সিলেটে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাথায় অস্ত্রোপচারও করা হয়েছে। স্বস্তির খবর, সফল অস্ত্রপচার শেষে সুস্থ হওয়ার পথে এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বাস, পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরতে পারবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচ। দুর্ঘটনা না ঘটলে এখন সিলেটে দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল তৌহিদের। কিন্তু গত জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে অঘটন ঘটে। তার সঙ্গে ছিলেন বিসিবির কোচ একেএম মাহমুদ ইমন। থ্রোয়িংয়ের একটি বল স্টাম্পে লেগে সরাসরি তার মাথার সামনের অংশে আঘাত করে।
এরপর সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর থেকে বোর্ডের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।
বিডি প্রতিদিন/আরাফাত