হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এতথ্য নিশ্চিত করেছেন।
২৩টি গ্র্যান্ড স্ল্যাম অর্জনকারী সেরেনা আর একটি খেতাব জিতলেই ছোঁবেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্ব রেকর্ড। কিন্তু গত উইম্বলডন থেকে চোট তার সঙ্গী। তাই শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।
ইনস্টাগ্রামে সেরেনা লিখেছেন, আমার ডাক্তার ও পরিবারের সঙ্গে কথা বলার পর ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। কারণ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আমার বিশ্রাম প্রয়োজন। নিউইয়র্ক আমার খুবই পছন্দের শহর। তবে এবার সেখানে থাকতে পারব না।
বিডি প্রতিদিন/এমআই