ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে গত মঙ্গলবার (২৪ আগস্ট) শেষ হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরই মধ্যে জানা গেল, করোনা পজিটিভ হয়েছেন দলটির কোচ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মিজবাহ উল হক। যে কারণে পুরো দল লাহোরের উদ্দেশে রওনা দিলেও থেকে যেতে হয়েছে পাকিস্তানের কোচকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের টিমের মধ্যে মিসবাহ উল হক একমাত্র সদস্য যার জ্যামাইকা ছাড়ার আগে দু'টি পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি দল দেশের উদ্দেশে রওনা দিয়েছে।
পাকিস্তান বোর্ড অবশ্য প্রতি মুহূর্তে যোগাযোগা রাখছে মিসবার সঙ্গে। পাকিস্তানের বর্তমান এই আপাতত অন্য এক হোটেলে সরানো হয়েছে। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। এরপর আবার দুই দফা টেস্ট হবে মিসবাহর। তা যদি নেগেটিভ আসে, তবেই পাকিস্তানে ফেরার বিমান ধরতে পারবেন তিনি।
উল্লেখ্য, চার ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। গত মঙ্গলবার (২৪ আগস্ট) শেষ হয়েছে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত