আইপিএলের ১৪তম আসরে এসে কোনো দল পেলেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। স্থগিত হওয়া প্রতিযোগিতার দ্বিতীয় লেগে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই পর্বে তিনি জায়গা পেলেন অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসনের স্থলাভিষিক্ত হয়ে।
জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর দুবাইয়ে পাঞ্জাবে যোগ দেবেন রশিদ। টুর্নামেন্টের বাকি সময়ের পুরোটায় তাকে দলের সঙ্গে পাওয়া যাবে। এই বছরের শুরুতে আইপিএল নিলামে রশিদের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। তাকে কোনো দল কিনেনি।
৬২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২৪.২৯ গড়ে ৬২ উইকেট নেন রশিদ। জুলাইয়ে পাকিস্তান সিরিজে দুই ম্যাচ খেলে নেন ৬ উইকেট, আট ওভারে খরচা ৬৫ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ