বড় বড় দ্রুত গতির ছক্কা হাঁকানোর রেকর্ড আগে থেকেই রয়েছে ক্রিস গেইলের। এবার নিজেদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিশাল ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাচ ভাঙলেন এই তারকা ক্রিকেটার। সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
এদিন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার জেসন হোল্ডারের করা ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি সাইটস্ক্রিনের উপর দিয়ে ভিআইপি বক্সে নিয়ে ফেলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল।
গতকাল বৃহস্পতিবার কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দলের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন শেরেফানি রাদারফোর্ড। ৩৫ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন অধিনায়ক ড্যারেন ব্রাভো। ৯ বলে এক চার ও এক ছক্কায় ১২ রান করেন গেইল।
টার্গেট তাড়া করতে নেমে প্যাট্রিয়টসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি জেসন হোল্ডারের নেতৃত্বাধীন বার্বাডোস। ২১ রানে জয় পায় ক্রিস গেইলদের কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটিকে সাইটস্ক্রিনের উপরে গ্যালারির সেকেন্ড টিয়ারে পাঠিয়ে দেন দ্য ইউনিভার্স বস। বল গিয়ে লাগে ভিআইপি বক্সের কাচে। বল লাগার পর কাচের কী অবস্থা হয়, সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকেই।
২১ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এর দ্বিতীয় পর্বে দুবাইয়ের মাঠে খেলতে নামবেন গেইলরা। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠের লড়াইয়ে নামার আগে ঘরের মাঠে সিপিএলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাচ ভেঙে নিজের প্রস্তুতি জোরদারের আভাস দিলেন গেইল।
বিডি-প্রতিদিন/শফিক