ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন। ক্লাব কর্তৃপক্ষ কিছুক্ষণ আগেই এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। ম্যানইউ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘ঘরে’ ফিরে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসতে জুভেন্টাসের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পেরে ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দিত। ব্যক্তিগত শর্তাবলী, ভিসা এবং চিকিৎসা চুক্তির সাপেক্ষে। উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রাথমিক ক্যারিয়ারে রোনালদো ২৯২টি ম্যাচে ১১৮ গোল করেছিলেন।
এদিকে, এরই মধ্যে জুভেন্টাসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন পর্তুগিজ সুপারস্টার। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানি অ্যালেগ্রি জানিয়েছেন, ‘রোনালদো ক্লাব ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত।’ জুভেন্টাস কোচের এমন মন্তব্যের পরই ইতালি ছেড়েছেন রোনালদো।
বিডি-প্রতিদিন/শফিক