মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচে হারলেও পূববর্তী সিরিজ জয় ও চলতি ম্যাচের প্রথম দুই ম্যাচ জয়ের পেছনে মূলমন্ত্র আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।
এই ম্যাচের একাদশেও পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে সফরকারীদের একাদশে এসেছে দুই পরিবর্তন।
জ্যাগব ডাফি ও স্কট কুগলেইনের পরিবর্তে একাদশে ফিরেছেন হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ