২০২১-২২ মৌসুমের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মহারণ চ্যাম্পিয়ন্স লীগ আজ থেকে শুরু হচ্ছে। ই গ্রুপের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা।
ঠিক দুই বছর আগে ২০১৯-২০ মৌসুমে মেসি, সুয়ারেজদের নিয়ে গড়া তৎকালীন পূর্ণশক্তির বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিলো বায়ার্ন মিউনিখ। এবার সেই জার্মান জায়ান্টদের বিপক্ষে ঘরের মাঠে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই লড়বে বার্সেলোনা।
সুয়ারেজ, মেসির পর বার্সার ডেরা ছেড়ে গেছেন আঁতোয়ান গ্রীজম্যানও। নতুন রুপের বার্সার কান্ডারি এখন মেমফিজ ডিপাই। মেসি পরবর্তী সময়ে অনেকটা শক্তি হারিয়েছে কাতালান ক্লাবটি। বিপদটা আরও বেড়েছে সার্জিও আগুয়েরো, ওসমান ডেমবেলে, আনসু ফাতি ও মার্টিন ব্রাথওয়েটের ইনজুরিতে। কিন্তু তারপরও প্রতিশোধের হুঙ্কার কোচ রোনাল্ড কোম্যানের কণ্ঠে।
কোম্যান উল্লেখ করেন, সেই দুঃসহ স্মৃতি এখনও পীড়া দেয় বার্সা সমর্থকদের। সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় এখনও দলে আছে যারা ওই রাতে অনেক কষ্ট পেয়েছিল। বায়ার্ন শক্তিশালী তবে প্রতিশোধ এই ম্যাচেই নিতে চাই আমরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ