সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।
মঙ্গলবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এতে দীর্ঘ ৬ বছর পর আবারও মিরপুরের মাটিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা।
বাকি দু’টি টেস্ট থাকবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। নভেম্বরের ২৬ তারিখে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি মাঠে গড়াবে ডিসেম্বরের ৪ তারিখ।
টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। বাকি টেস্ট খেলতে আবারও মিরপুর আসতে হবে ক্রিকেটারদের।
এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান জাতীয় দল। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান।
আগামী ১৯ অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর এবং শেষ হবে নভেম্বরের ১৪ তারিখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন