২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫১

৫০ সন্তানের জনক ৬০ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট খেললেন ফুটবল

অনলাইন ডেস্ক

৫০ সন্তানের জনক ৬০ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট খেললেন ফুটবল

ফুটবল খেললেন ৬০ বছর বয়সী সুরিনামের ভাইস প্রেসিডেন্ট রনি ব্রুন্সউইক। গত মঙ্গলবার নিজের ক্লাব ইন্টার মঙ্গোটাপোর হয়ে মাঠে নামেন তিনি। তবে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিরুদ্ধে কনকাকাফ লিগের খেলায় তার ক্লাব হেরেছে ৬-০ গোলে। খবর সিএনএন ও মার্কার।

জানা গেছে, রনি নিজেই নিজেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে এই লেখায় অংশ নেন। এমনকি স্টেডিয়ামটির নামকরণও তিনি করেছেন নিজের নামেই। ম্যাচে প্রায় ৬০ মিনিট খেলে ১৭টা পাসের মধ্যে ঠিকঠাক দিয়েছেন ১৫টি। এরপর তার স্থলে মাঠে নামেন তার ছেলে। শেষ পর্যন্ত লজ্জাজনক পরাজয় হলেও রনিকে দেখে অখুশি হয়েছেন বলে মনে হয়নি। কারণ খেলা শেষে তাকে ড্রেসিংরুমে কয়েকটি ১০০ ডলারের নোট বিলি করতে দেখা গেছে।

উল্লেখ্য, রনি ব্রান্সউইক ক্লাবের মালিক ছাড়াও একজন স্বর্ণ ব্যবসায়ী এবং সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট। ব্যক্তিগত জীবনে তিনি ৫০ সন্তানের জনক। তবে মাদক চোরাচালানের দায়ে ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় আছেন রনি। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচে দেখা যাবে না তাকে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর