টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিশ্বকাপে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়ে গেছে সবারই। সেই প্রত্যাশা নিয়েই ওমানের উদ্দেশে যাত্রা করে মাহমুদুল্লাহ বাহিনী। সেখানে পৌঁছে একদিন কোয়ারেন্টাইনে থাকার পর মঙ্গলবার প্রথম অনুশীলন করেছে টিম বাংলাদেশ। অনুশীলনের পরে উইকেট নিয়ে কথা বলেছেন বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য বাঁহাতি টপ অর্ডার সৌম্য সরকার।
এমন উইকেট পেয়ে সৌম্য খুশি। সৌম্যর চোখে ওমানের উইকেট দারুণ স্পোর্টিং। ওমান ক্রিকেট একাডেমির মাঠে যে নেটে ব্যাটিং করেছেন টাইগাররা, সে উইকেটে ঘাস আছে। ব্যাটে-বলে ভালোই টাইমিং হয়।
ওমানের কন্ডিশন ও উইকেট নিয়ে সৌম্য বলেন, ‘আজ প্রথম মাঠে এসেছি। খুব ভালো লাগছে প্র্যাকটিস করতে পেরে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছি। এখানের উইকেটে ঘাস আছে। বল ব্যাটে এসেছে। ভালো উইকেট। বোলারদের ও ব্যাটসম্যানদের জন্য সমান ভালো। এরকম উইকেট ভালো। টি-টোয়েন্টির জন্য এমন উইকেটে হিটিংয়ে সুবিধা।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ