আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর অন্য সব টুর্নামেন্টের মতো এটিও হবে জৈব সুরক্ষাবলয়ে। যার ফলে প্রায় এক মাস ক্রিকেটারদের সেভাবেই থাকতে হবে।
লম্বা সময় জৈব সুরক্ষাবলয়ে থাকার প্রভাবে ক্রিকেটাররা যাতে মানসিক অবসাদে না ভোগেন, সে কারণে তাদের জন্য মনোবিদের ব্যবস্থা করতে যাচ্ছে আইসিসি। আইসিসির কর্মকর্তা অ্যালেক্স মার্শাল শুক্রবার এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের সঙ্গেই একজন করে মনোবিদ থাকবেন। ২৪ ঘণ্টার মধ্যে যখন ইচ্ছা তারা মনোবিদের সঙ্গে কথা বলতে পারবে। কোনো ক্রিকেটার মানসিক সমস্যায় ভুগলে সেটির তাৎক্ষণিক সমাধান দেবেন তিনি। ক্রিকেটারদের অবসাদ কাটাতে আরও একটি পদক্ষেপ নিয়েছে আইসিসি। টিম হোটেলে তারা থাকতে পারবেন তাদের পরিবার নিয়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত