তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আজ খেলা শুরুর আগে মিরপুর স্টেডিয়াম গেটের সামনে কিছু তরুণকে দেখা যায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে। তারা পাকিস্তানি পতাকা নিয়ে স্টেডিয়ামে আসা বাংলাদেশি নাগরিকদের প্রতিরোধের ঘোষণা দেন। তারা গ্যালারিতে পাকিস্তানি পতাকা ও জার্সি পরিহিত বাংলাদেশি সমর্থক দেখলে প্রতিবাদ জানান।
এরপরেই একদল সমর্থইককে হই হই করতে দেখা যায়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ভিড়ের মধ্যে একজনের হাত থেকে পতাকা কেড়ে নেওয়া হয়। সেটি কোন দেশের পতাকা, তা বুঝা যায়নি। এরপরেই আরেকজনকে দেখা যায়, জার্সি আড়াল করে যাচ্ছেন। পরে সেটি খুলে দেখা যায় পাকিস্তানের জার্সি। বাঙালি হয়ে পাকিস্তানের সমর্থন বিষয়ে প্রশ্ন করেন ওই ভক্তকে। এরপর তার জার্সি কেড়ে নেওয়া হয়। তাকে আটক করা হলেও জার্সিটা নিয়েই ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশি সমর্থকেরা তখন জয় বাংলা স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন। এর আগে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ ব্যানারে অবস্থান নেন একদল বাংলাদেশি সমর্থক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ