১৬ জানুয়ারি, ২০২২ ১৪:০৯

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল : রিয়ালের মুখোমুখি বিলবাও

অনলাইন ডেস্ক

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল : রিয়ালের মুখোমুখি বিলবাও

স্প্যানিশ সুপার কাপের ৩৮তম ফাইনালে আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। দুর্দান্ত পারফর্ম করেন বেনজামা-ভিনিসিয়াসরা। দ্বিতীয় সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে আসে অ্যাথলেটিক বিলবাও। লক্ষ্যভেদ করেন নিকো উইলিয়ামস-ইয়েরে আলভারেজ।

কিং ফাহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বিলবাওকে হারিয়ে ১২তম শিরোপা ঘরে তুলতে চায় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ শিরোপায় চুমু দিতে মরিয়া বিলবাও।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর