১৯ জানুয়ারি, ২০২২ ০৯:৪০

পুঁচকে পাওলির কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

অনলাইন ডেস্ক

পুঁচকে পাওলির কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

পুঁচকে পাওলির কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

পুঁচকে সেন্ট পাওলির কাছে হেরে জার্মান কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হল চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডকে। ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে জিতেছে দ্বিতীয় বিভাগের দলটি।

জার্মানির দ্বিতীয় স্তরের ফুটবল বুন্দেসলিগা-২ এর শীর্ষ দল পাওলি এগিয়ে যায় ম্যাচের শুরুতে। চতুর্থ মিনিটে হার্টেলের পাসে ডর্টমুন্ডের জাল খুঁজে নেন গোলপোস্টের কাছাকাছি থাকা এতিয়েঁন আমেনাইডু।

গোল হজমের পর সমতায় ফিরতে গিয়ে উল্টো প্রথমার্ধেই দ্বিতীয় গোল হজম করে বসে মার্কো রোজের দল। ৪০তম মিনিটে অ্যাক্সেল উইটসেলের আত্মঘাতী গোলে জয়ের স্বপ্নটা ফিকে হয়ে যায় ডর্টমুন্ডের।

তবে বিরতির পর দলকে ম্যাচে ফেরানোর আভাস দেন আর্লিং ব্রট হালান্দ। ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানটা ২-১ করেন নরওয়েজীয় স্ট্রাইকার। কিন্তু বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ডর্টমুন্ড। নিজেদের ইতিহাসের অন্যতম বিখ্যাত জয় পায় পাওলি।

দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে বিদায় নিয়েছে ডর্টমুন্ডের বুন্দেসলিগা প্রতিদ্বন্দ্বী কোলনও। হামবুর্গের বিপক্ষে পেনাল্টিতে হেরেছে তারা। অন্যদিকে বোচোমের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে মেইঞ্জ। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর