চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স।
এদিন, একাদশে একটি পরিবর্তন এনেছে মুশফুকুর রহমানের খুলনা টাইগার্স। খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। তার পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি স্পিনার মোহাম্মদ শরিফউল্লাহ।
অন্যদিকে, সাকিব আল হাসানের বরিশালের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাদশে জায়গা হারিয়েছেন। তাদের বদলে জায়গা পেয়েছেন স্পিনার মুজিব উর রহমান ও পেসার মেহেদী হাসান রানা।
খুলনা টাইগার্স একাদশ-
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি।
ফরচুন বরিশাল একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, জ্যাক লিনটট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ