আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। তবে বিশ্বের বিভিন্ন ফ্যাঞ্জাইজি ভিত্তিক লিগগুলোতে খেলা চালিয়ে যাচ্ছেন বিশ্বব্যাপী জনপ্রিয় এই ক্রিকেটার। এবার শেষবারের মতো পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) খেলার কথা ছিল তার। কিন্তু কোমরের চোটের কারণে তা আর হচ্ছে না।
আজ রোববার কোয়েটার অফিশিয়াল ওয়েবসাইটে শেয়ার করা এক ভিডিওতে এমনটাই জানিয়েছেন আফ্রিদি।
তিনি জানান, ‘পিএসএলের এই মৌসুমটা ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু আমি দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছি। প্রায় ১৫-১৬ বছর এই চোট নিয়েই আমায় খেলতে হয়েছে। তবে চোটটা ইদানিং এতটাই বেড়ে গেছে যে, হাঁটু, ও পায়ের আঙুলে ভীষণ ব্যথা আমার। কিন্তু ব্যথা সহ্য করে খেলা চালিয়ে যেতে পারছি না।’
উল্লেখ্য, আফ্রিদির চলে যাওয়ায় চলতি মৌসুমে বেশ চাপে পড়ে গেল পিএসএলের কোয়েটা গ্লাডিয়েটরস। দলটির দুই খেলোয়োড় ফাস্ট বোলার হাসনাইন ও স্পিনার মোহাম্মদ নওয়াজ আগেই ছিটকে গেছেন। তাই বলা যায়, আফ্রিদির সরে যাওয়াটা বেশ ধাক্কা দিল দলটিকে।
বিডি-প্রতিদিন/শফিক