আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামের দ্বিতীয় দিনেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনেনি কেউ। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
যদিও বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্সে ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব। কিন্তু দ্বিতীয়বার নিলামে তুললেও কেউ তাকে কিনেনি। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দল পেলেন না সাকিব!
ভক্তরা এ ঘটনায় নিরাশ হলেও জাতীয় দলের পেসার রুবেল হোসেন সাকিবকে দেশের ক্রিকেটের ব্র্যান্ড বলে আখ্যা দিয়েছেন।
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবকে নিয়ে দেয়া এক স্ট্যাটাসে এ আখ্যা দেন রুবেল হোসেন।
স্ট্যাটাসে রুবেল লিখেন, 'সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড। ছোট্ট একটি দেশ হতে পারি কিন্তু সাকিব আল হাসান এদেশের সবচেয়ে বড় তারকা....গর্বের এবং ভালোবাসার একটি নাম। পারলে তৈরি করুক একটা সাকিব আল হাসান।'
তবে সাকিব দল না পেলেও বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম দেওয়া বাকি ৩ বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিলামে ডাকা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন