ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে লিভারপুল। এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের ৯ পয়েন্টের ব্যবধান।
রবিবার বার্নলির মাঠে তাদেরকে ০-১ গোলে পরাজিত করে লিভারপুল। লিগে এ নিয়ে টানা চার জয় পেল লিভারপুল।
বার্নলি নিজেদের মাঠে শুরু থেকে উজ্জীবিত ফুটবলের পসরা মেলে ধরে। গোলের সুযোগও পায় তারা, কিন্তু আলিসন বাধা পেরুতে পারেনি। উল্টো ৪০তম মিনিটে গোলের দেখা পায় ‘অলরেড’ খ্যাত দলটি।
অ্যালেক্সান্ডার-আর্নল্ডের কর্নারে সাদিও মানের ফ্লিক হেডে জটলার মধ্যে বল পেয়ে যান ফাবিনিয়ো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের প্রথম শট পোপের গায়ে লেগে ফিরে। ফিরতি টোকা খুঁজে পায় ঠিকানা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে শেষ সাত ম্যাচে এটি ফাবিনিয়োর পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্নলি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেন মি, ব্রাউনহিলরা পারেননি সমতাসূচক গোল এনে দিতে। এরপর সময় যত গড়িয়েছে, দুই দলের খেলার গতি, আক্রমণের ধার ততই কমতে থাকে।
এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান কমে এসেছে ৯ পয়েন্টে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৫৪।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন