মাহমুদউল্লাহ রিয়াদের দলে নতুন ওপেনারের আনাগোনা এবার। যথারীতি তাই টি-টোয়েন্টি ওপেনিংয়ে অটোচয়েজ বনে যাওয়া নাঈমের সাথে আজ নেমেছিলেন মুনিম শাহরিয়ার।
তবে সেই ব্যতিক্রমেও নাঈম শেখ ব্যতিক্রম কিছু ঘটাতে পারেননি। ওপেনিং পার্টনার বদলালেও তার খেলার ধরনে আর রান তোলার গড়নে কোনো হেরফের হয়নি। ৫ বলে ২ রান তুলে ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সবাইকে আগের মতোই হতাশ করে সাজঘরে ফিরলেন নাঈম শেখ।
২০১৯ সালে টি-টোয়িন্টে পা রাখা নাঈম এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। রান ৭৯৬। আর গড় ২৪.৮৭। স্ট্রাইকরেট ১০৪.৫৯। যেকোনো টি-টোয়েন্টি ওপেনারের সঙ্গে এই পরিসংখ্যান বড্ড বেশি বেমানান বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিডি প্রতিদিন/নাজমুল