জাম্যামাইকাকে হারিয়ে ৩৬ বছরের মধ্যে প্রথমবার ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে কানাডা।
রবিবার টরন্টোতে অনুষ্ঠিত বাছাইপর্বে জাম্যামাইকাকে ০-৪ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে কানাডা।
গত ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ০-১ ব্যবধানে হেরে কানাডার বিশ্বকাপ খেলার স্বপ্নে সাময়িক আঘাত লেগেছিল বটে। তবে রবিবার ঘরের মাঠে জামাইকাকে গোলে উড়িয়ে দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের টিকিট বুক করলো আলফন্সো ডেভিসের দল।
ম্যাচে জয়লাভের পরপর বুনো উন্মাদনায় মেতে উঠে টরন্টোর ৩০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন বিএমও ফিল্ডে উপস্থিত স্বাগতিক সমর্থকরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত পােচ্ছ কানাডা। এর আগে প্রথমবার ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ খেলেছিল দেশটি।
দাপট দেখিয়ে বাছাইপর্বে এগিয়ে যাওয়া কানাডা এখন দুই ম্যাচ হাতে থাকাতেই তিন পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষে রয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত আসর নিশ্চিতের জন্য গতকাল ম্যাচে নামার আগে কানাডার প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। ম্যাচে একবারের জন্যও কানাাডা শিবিরে কোনো রকম শঙ্কার সৃষ্টি হয়নি। শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত এক তরফা আক্রমণ বজায় রেখেছে দলটি।
১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্স, হাঙ্গেরি ও সোভিয়েত ইউনিয়নের গ্রুপে পড়া কানাডা সব কটি ম্যাচে হেরেছিল। কিন্তু এবারের কানাডাকে সমীহ করবে অনেক বড় দলই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        