চীনের হাংঝুতে অনুষ্ঠিতব্য ২০২২ সালের এশিয়ার গেমস স্থগিত করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) শুক্রবার এ তথ্য জানিয়েছে। এশিয়ার গেমস আয়োজনের নতুন তারিখ শীঘ্র ঘোষণা করা হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, হাংঝুতে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বরব্যাপী এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক ১৯তম এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দেন।
এশিয়ান গেমস স্থগিতের কোনো কারণ জানানো হয়নি। তবে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে অনেক অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর করোনার নতুন ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে চীন। এরইমধ্যে এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, কভিডের কারণেই এ সিদ্ধান্ত। গত মার্চে করোনার সংক্রমণ ঠেকাতে সাংহাইতে লকডাউন ঘোষণা করা হয়।
সূত্র: এনডিটিভি স্পোর্টস ও সাউথ চায়না মর্নিং পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা