আদালতের এক রায়ে বদলে গেল ভাগ্য। বিলাসবহুল বাড়ি ছেড়ে এখন বরিস বেকারের ঠিকানা কারাগারে। লন্ডনের ওয়ানসওয়ার্থ জেলে আড়াই বছর কাটাতে হবে এই টেনিস তারকাকে। সেখানে কিংবদন্তির সঙ্গী কে জানেন? এক দল ইঁদুর।
জানা গেছে, বেকার যে সেলে আছেন সেখানে ইঁদুরের প্রবল উৎপাত। যার ফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে জার্মান তারকাকে। স্বামীর এই অবস্থার কথা জানিয়েছেন খোদ তার স্ত্রী লিলি বেকার। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বরিস ঠিক আছে। এরকম পরিস্থিতিতে যতটা ঠিক থাকা যায়। জায়গাটাতো আর পাঁচতারা হোটেল নয়। তাই না?'
১৭০ বছরের পুরানো এই জেলে বন্দির সংখ্যা বেশি। শুধু ইঁদুর নয়, এখানে মাদকেরও চর্চা রমরমা। সেই কারণে বন্দিদের মধ্যে ঝামেলাও হয়। দুর্ভাগ্যবশত এমন এক জেলে থাকতে হচ্ছে বেকারকে। সেখানে কোনও বাড়তি সুবিধা পাচ্ছেন না এই কিংবদন্তি। তার চুলের রংও বদলাতে বলা হয়েছে। যাতে সাধারণ বন্দিদের সঙ্গে কোনও পার্থক্য না থাকে।
বেকারের এই পরিণতিতে দুঃখিত তার অনুরাগীরা। উইম্বলডনের যে সেন্টার কোর্টে তিনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন, তার থেকে মাত্র ৩.২ কিলোমিটার দূরে দিন কাটাতে হচ্ছে কিংবদন্তিকে। একেই হয়তো বলে ভাগ্যের নির্মম পরিহাস।
সূত্র- ইনসাইড স্পোর্ট, মিরর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ