ভারতের পুনেতে আগামী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। নারী আইপিএলের এই আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সাবেক টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।
গতবার নারীদের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পান জাহানারা আলম ও সালমা খাতুন। তবে এবারের আসরে কেবল সালমাকে নেওয়া হচ্ছে। এরই মধ্যে বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সাথে যোগাযোগ করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। সালমাকে আইপিএলে পাঠাতে বিসিবি ইতোমধ্যে অনাপত্তিপত্রও জানিয়েছে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালমা খাতুন নিজেই। তিনি বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।’
উল্লেখ্য, এবারের আসরে অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। সালমা গতবার খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে, তবে এবার দল এখনো চূড়ান্ত না হলেও আগের আসরের মতো এই আসরেও ট্রেইলব্লেজার্সের জার্সিতে দেখা যেতে পারে এই স্পিনিং অলরাউন্ডারকে।
বিডি-প্রতিদিন/শফিক