প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। কিন্তু শনিবার রাতে লিভারপুল ১-১ গোলে টটেনহ্যামের ড্র করে পয়েন্ট হারায়। অন্যদিকে, রবিবার রাতে নিউ ক্যাসেলকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে গেলো ম্যানসিটি।
এই জয়ে ৩৫ ম্যাচ থেকে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর সমান ম্যাচ থেকে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানসিটি। অন্যদিকে লিভারপুল শিরোপা জিততে চাইলে শেষ তিন ম্যাচ জেতার পাশাপাশি ম্যানসিটির হারের জন্য প্রার্থনা করতে হবে। সঙ্গে একটি ড্রয়ের জন্যও।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে লিড নেয় ম্যানসিটি। বিরতির পর তারা আরও তিনটি গোল করে।
রহিম স্টার্লিং ম্যাচের ১৯ ও ৯০+৩ মিনিটে জোড়া গোল করেন। একটি করে গোল করেন আইমেরিক লাপোর্তে (৩৮ মি.), রদ্রি (৬১ মি.) ও ফিল ফোডেন (৯০ মি.)।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ