বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান কামিল মিশারাকে দেশে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ‘নিয়ম ভাঙায়’ লঙ্কার টিম ম্যানেজমেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে।
আজই মঙ্গলবারই ২১ বছর বয়সী এ ওপেনারের শ্রীলঙ্কায় ফেরত নেওয়ার কথা। দেশে ফেরার পর মিশারার ব্যাপারে তদন্ত করার ঘোষণাও দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বিরুদ্ধে সফরের নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া গেছে। তবে মিশারা কীভাবে নিয়ম ভেঙেছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।
বিডি প্রতিদিন/নাজমুল